Movie – WAR

IMDB – 7.7/10

Personal – 9.7/10

বলিউডের হিস্ট্রিতে একের পর এর রেকর্ড অতিক্রম করে ফেলছে বিগেস্ট ওপেনিং মুভি WAR. ১মে ghungroo গান, ২য়ে সর্বাধিক অগ্রীম টিকিট বুকিং এর রেকর্ডও War এর।কি নেই মুভিতে ? চমকের পর চমক, action এর পর action, কাহিনীর পর কাহিনী। ১ সেকেন্ড এর জন্যও বিরক্তি জিনিসটা প্রকাশ পাই নি। Duration হবে ২ঘন্টা ৩০মিনিট+ তবে মনে হলো মাত্র কয়েক মিনিট।ছবির প্রথম অংশ অসাধারণ ছিল আর দ্বিতীয় অংশ আরও আরও অসাধারণ। মুভির শ্যুটিং হয় ৭টি দেশে মাল্টা,ইরাক,মরক্কো,পর্তুগাল, অস্ট্রেলিয়া।

মুভিতে মিশনের এন্টি গুলো অসাধারণ ছিল।আর বাইক+কার রেসিং ও দেখার মতো সাথে প্লেনের action ও জটিল।সব ভালই মাঝে তো খারাপ থাকেই! ঠিক তেমন সামান্য ইমোশনাল ও আছে।তবে ওভারঅল অসাধারণ এক মুভি এই বছরের।আর বাকি জানতে হলে দেখুন মুভি।

আশা করা যাই ১ম দিনে ইনকাম এর তালিকায় শীর্ষে থাকবে War, আর যদি না হয় তা বলা যেতেই পারে জোকার ও সাইরা এর মতো দুটি দুর্দান্ত মুভি রিলিজের জন্যে তা সম্ভব হয় নি।তবে বর্তমান সময়ের সেরা ছবি জোকার। আজ তাহলে ওয়ার ও জোকার এর মাঝে ১০০% লড়াই চলছে এটা তো বোঝায় যাচ্ছে।

ভাল খবর এটাই ওয়ার এর সিকুয়েল আসবে। তাই ওয়ার এর সিকুয়েল এর অপেক্ষায় রইলাম।

আমি তো ছুটির দিনে বিনোদন নিয়ে নিলাম আর আপনারা প্রস্তুত তো ???